Type to search

Lead Story মিডিয়া সম্পাদকীয় ও মতামত

নীতিহীন দুর্নীতিবাজ সাংবাদিকরা অন্য পেশা ধরছেন না কেন?

স্বপ্না গুলশান:

টাকার কাছে বাংলাদেশের বেশীরভাগ সাংবাদিক ও সাংবাদিকতা পেশার নীতি নৈতিকতা বিক্রি হয়ে গেছে বহু আগেই। দেশের হাতে গোনা গুটিকয়েক আদর্শবান সাংবাদিক ও সাংবাদিকতার নৈতিকতা এখন ধুকে ধুকে মরছে। যখন দেশে বাস করতাম তখন সেসময়ের টাকার কাছে বিক্রি হওয়া নীতি নৈতিকতাহীন সাংবাদিকগনের আকাম কুকাম সহ্য করতে না পেরে নিজের টেবিল নিজে চাপডাতাম কারন প্রতিবাদ করার মতো সময়, সুযোগ , পরিস্থিতি কোনটাই ছিলনা ।

এখন বিদেশে বসে ও দেশের জাত ভাইদের এবং উপরমহলের এসব আকাম কুকাম দেখি আর বাহবা দিয়ে বলি – বাহ সত্যি বাংলাদেশ, দেশের মিডিয়া ও কতিপয় সাংবাদিকগন কোন পর্যায়ে নেমে গেছে! বিনিময়ে দেশটিকে দিয়েছে নীতিহীন দুর্নীতিগ্রস্থ সমাজ ও সাংবাদিকতা । এসব সাংবাদিক জাত ভাইয়েরা এখন সরকারের কাছ থেকে ও দশকোটি টাকা অনুদান ও পান! তবে কি দারিদ্রের কাছে সাংবাদিকতার নৈতিকতা বিক্রি হয়ে গেছে নাকি অতি লোভ নাকি রাতারাতি বড়লোক হবার স্বপ্ন ? এমন মানসিকতা নিয়ে সাংবাদিকতায় কেন ? এধরনের মেধাহীন,দুর্নীতিবাজ, যোগ্যতাহীন তথাকথিত সাংবাদিক ভাইবোনেরা অন্য পেশা ধরছেন না কেন? এধরনের দুর্নীতিবাজরা সাংবাদিকতাকে স্রেফ ক্ষমতার অপব্যবহার আর দুর্নীতি করে রাতারাতি বডলোক হবার ঢাল হিসেবে ব্যবহার করছেন তারা।

এবার অন্য কথায় ফিরি। প্রভাবশালী এক শিল্পপতির ইংরেজী পত্রিকা ডেইলি সান বাজারে আসলো । একুশে টিভির নীচে বারিস্তায় বসে ডেইলি স্টারের কুটনীতিক বাীটের অভিজ্ঞ এক সাংবাদিক ভাইকে জিজ্ঞেস করলাম “ ভাই ডেইলি সান এ জয়েন করবেন নাকি ?” তিনি উত্তর দিলেন “ নাহ নৈতিকতাহীন কালোটাকার মালিকের পেপারে কাজ করবনা”। আমি বললাম “ কেন ভাই ? প্রথম আলোর অভিজ্ঞ কুটনীতিক সাংবাদিক তো কালের কন্ঠে জয়েন করেছে । প্লট , ফ্লাট , গাড়ী অফার করে মেধাবী সব সাংবাদিকদের কিনে নিচ্ছে শুনলাম বসুন্ধরা গ্রুপ । জিজ্ঞেস করলাম, “আপনি ও অফার পেয়েছেন নিশ্চয়।” ভাইটি বললেন ,” অফার তো আছেই তবে টাকার কাছে বিক্রি হবোনা।” যাহোক, সিডনীতে একবারে সেটেলড হবার আগে ২০০৮ কি ২০০৯ সালে আমি নিজেও ডেইলি সান এর নিয়োগ পত্র হাতে নিয়ে বাসাতে ফিরেছিলাম। তবে নানা হিসেব নিকেশ, চিন্তা ভাবনা করে জয়েনিং লেটার আর দেয়া হয়নি আমার সেখানে । তাই জয়েন ও করা হয়নি । এখন ভাবি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন । অনন্ত কালো টাকার কাছে বিক্রি তো হয়নি । বড় গলায় সৎ সাহস নিয়ে সাংবাদিকতা করার ও কথা তো বলার মতো অবস্থানে তো আছি অন্তত।

সাংবাদিকতা কে মহান পেশা হিসেবেই জানে সবাই । তাই যাদের লোভ বেশী এবং রাতারাতি বড় লোক হবার ইচ্ছা তাদের জন্য সাংবাদিকতাকে পেশা হিসেবে নেয়া উচিত নয়। দেশ জাতি তথা অন্য পেশাজীবিদের অন্যায় দুর্নীতির খবর জনসম্মূখে তুলে ধরা সাংবাদিকের পেশা। যখন সাংবাদিক নিজেই দুর্নীতিতে জডিয়ে পড়ে তখন সে আর সাংবাদিক থাকেনা । সে হয়ে পডে অন্যান্য পেশার আরো অনেকের মতো স্রেফ একজন  দুর্নীতিবাজ মাত্র ।

Translate »