Type to search

মিডিয়া সম্পাদকীয় ও মতামত

অপ সাংবাদিকতা’র বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নিজেদের পেশার সম্মান রক্ষা করুন

শান্তা মারিয়া:
বিড়াল সাদা না কালো বড় কথা নয়, বিড়াল ইদুঁর ধরে কিনা সেটাই আসল। মুনিয়া প্রেমিক পাল্টাতো না কি করতো, তার চরিত্র কেমন ছিল সেটা চিন্তা না করে সে খুন হলো না আত্মহত্যা করলো সেটা লিখুন।
আরেকটি কথা মুনিয়া না হয় ‘রক্ষিতা’ ছিল। কিন্তু তাকে ‘রক্ষণ’ করেছিল যে লোকটি তার চরিত্র কেমন? সায়েমের নাম বলতে এত মুখে বাঁধে কেন? কে কে সায়েমের ‘রক্ষিত’ সেটা রিপোর্টেরে ভাষা দেখলেই বোঝা যায়। সায়েমের আরও কত জন রক্ষিতা রয়েছে সেটা নিয়ে কোন সাড়া নেই। কিন্তু মুনিয়ার কতজন প্রেমিক ছিল সেটা নিয়ে বাজার গরম কেন? সায়েমের অপরাধ চাপা দিতে লজ্জাও লাগছে না একটু?
ছিঃ, ঘৃণা এইসব মেধা বেচে দেয়া ‘বেশ্যা’ সাংবাদিকদের প্রতি। মনে রাখবেন এই ঘৃণা শুধু বিক্রি হওয়াদের প্রতি। অন্যরা আবার নিজেদের ঘাড়ে নিয়ে হৈ হৈ করে প্রমাণ করে দিয়েন না যে আপনারাও বিক্রি হইতে চাওয়াদের দলে।
আমি সকল মানবিক সাংবাদিকের প্রতি আহ্বান জানাই এ ধরনের ‘অপ সাংবাদিকতা’র বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নিজেদের পেশার সম্মান রক্ষা করতে। আসুন, ভাইবোনেরা। আমরা প্রতিবাদ করি। আমরা এখনও সবাই দালাল হইনি সেটার প্রমাণ দেই।
শান্তা মারিয়ার  ফেসবুক থেকে নেয়া
Translate »