Type to search

কমিউনিটি

মালয়েশিয়ায় ঘুষের অভিযোগে দুই বাংলাদেশি আটক

মালয়েশিয়া পুলিশকে ঘুষ দেওয়ার অভিযোগে ২ বাংলাদেশিকে আটক করা হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে ট্যাক্সি নিয়ে কুলিম যাওয়ার পথে টোল রাস্তা থেকে তাদের আটক করা হয়।

কুলিম জেলা পুলিশপ্রধান আজহার হাশিম জানান, এসজেআর স্টাফদের তদন্ত অনুসারে, আটক ২ জনের কাছে বৈধ ভ্রমণের দলিল ও ক্রস-স্টেট পারমিট ছিল না। এ জন্য কর্তব্যরত পুলিশ সদস্যকে ৫০০ রিঙ্গিত নগদ ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন তারা। পুলিশ ২ জনকে এ ধরনের কাজ না করার জন্য সতর্ক করেছিল।

তিনি বলেন, ২ বার সতর্ক করার পরও এ ২ বাংলাদেশি কর্তব্যরত পুলিশকে ঘুষ দেওয়ার চেষ্টা করেন। পরে তদন্তের জন্য তাদের পুলিশ আটক করে।

Translate »