Type to search

কমিউনিটি

ওমানে করোনায় প্রবাসী বাংলাদেশি শাহ আলমের মৃত্যু

ওমানে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়ে শাহ আলম ভূঁইয়া (৪৫) নামে এক বাংলাদেশি যুবক মারা গেছেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ এলাকায়।

ওই গ্রামের আবু জাহের ভূঁইয়ার ছেলে তিনি। শুক্রবার (২১ আগস্ট) সকালে ওমানের একটি হাসপাতালে তিনি মারা যান। তাদের এক স্বজন পরিবারকে মৃত্যুর খবর নিশ্চিত করে জানান।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক যুগ আগে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে পাড়ি জমান শাহ আলম। সেখানে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি। তিন সপ্তাহ আগে তার শরীরে কোভিড-১৯  উপসর্গ দেখা দেয়। এক সপ্তাহ আগে সহকর্মীরা স্থানীয় একটি হাসপাতালে তাকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার মৃত্যু হয় এই রেমিট্যান্স যোদ্ধার। ওমানেই তার দাফন সম্পন্ন করা হয়েছে।

শাহ আলম ৩ কন্যা সন্তানের জনক। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Translate »