Type to search

কমিউনিটি

ইরানের তেহরানে ৪৫তম জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত 

ইরানের তেহরানস্থ বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদায়  ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ৪৫তম জাতীয় শোক দিবস পালন করেছে। দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, রাষ্ট্রপতি, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং ইউনেস্কোর মহাপরিচালকের বাণী পাঠ, বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক স্থিরচিত্র ও প্রামাণ্য চিত্র প্রদর্শন, আলোচনা সভা এবং জাতির জনক ও অন্য শহীদদের আত্মার মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ইরান প্রবাসী বাংলাদেশি, কূটনীতিক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি, বিশিষ্ট ইরানি ব্যক্তিবর্গ এবং তেহরানস্থ বাংলাদেশি শিক্ষার্থীসহ নানান দেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

রাষ্ট্রদূত এএফএম গওসোল আযম সরকারের সভাপতিত্বে এবং দূতালয় প্রধান মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক রাউসুল মুসাভি, রেডিও তেহরানের বাংলা বিভাগের পরিচালক মুজতাবা ইবরাহিমি, বিশিষ্ট প্রকাশক সাদেগ সামি, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর ফার্সি ভাষায় অনুবাদকারী আমিন মোন্তাজেরি, তেহরানে বসবাসকারী সিনিয়র সাংবাদিক এজাজ হোসেনসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ বিষয়ক পরিচালক পরিচালক আহমদ সাদেগি এবং ইরান ডেইলি পত্রিকার নির্বাহী পরিচালক  তোরাজ শির আলিলুসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ মুজিব বর্ষের প্রতি সম্মান জানিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক রাউসুল মুসাভি বলেন, বঙ্গবন্ধু বিশ্ব ইতিহাসে এক অন্যতম ব্যক্তিত্ব। তিনি শুধু বাংলাদেশের নেতা নন, প্রগতি ও বিশ্ব শান্তি অন্যতম অগ্রদূত ছিলেন।

রাষ্ট্রদূত এএফএম গওসোল আযম সরকার বলেন, বাংলাদেশের স্থিতিশীলতা ও অগ্রগতি থামিয়ে দিতেই স্বাধীনতাবিরোধী চক্র বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করেছিল। ১৫ আগস্ট শোকাবহ ও বাঙালি জাতির কলঙ্কময় দিন। এ হত্যাকান্ডের দিন জাতির যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা কখনো পূরণ হবার নয়।

জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাজ্ঞাপক পোস্টার দিয়ে দূতাবাস প্রাঙ্গণ সজ্জিত করা হয়। বিজ্ঞপ্তি

Translate »