Type to search

কমিউনিটি

আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

আরব আমিরাত সংবাদদাতা

আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় আবুধাবির তারিফ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই বাংলাদেশির নাম- মোহাম্মদ মনির (৩১) ও সুমন আখন্দ (২৭)। এ ঘটনায় আহত হয়েছেন চালক মোহাম্মদ মামুন।

তারিফ সড়কের বানিয়াস সীমান্ত এলাকায় একটি পেট্রোল ফিলিং স্টেশনে নির্মাণকাজ করতে যাওয়ার সময় তাদের বহন করা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের পাশের ব্যারিয়ারে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনায় গুরুতর আহত মনির ও চালক মামুনকে উদ্ধার করে আবুধাবির মাফরাক হাসপাতালে নেয়। যাওয়ারপর স্থানীয় সময় বিকেলে মনিরের মৃত্যু হয়। তাদের লাশ বানিয়াস হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহত মনির চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার পূর্ব সরফভাটার নুরুল আনোয়ারের ছেলে। নিহত সুমন আখন্দ বরিশালের গৌড়নদী থানার আনোয়ার হোসেন আখন্দের ছেলে। ২ বছর আগে সুমনের ঘরোয়া আয়োজনে বিয়ে করেছিলেন। ফেব্রুয়ারিতে তার বিয়ের অনুষ্ঠানের জন্য দেশে যাওয়ার কথা ছিল। অপরদিকে মনির ছিলেন অবিবাহিত।

Translate »