Type to search

কমিউনিটি

অস্ট্রিয়ায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে এক বাংলাদেশির মৃত্যু

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়ে একেএম শওকত আলী নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৬ নভেম্বর) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে ভিয়েনার ভিলহেলমিনেন হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

কিশোরগঞ্জের সন্তান শওকত আলী দীর্ঘদিন ধরে স্বপরিবারে স্থায়ীভাবে অস্ট্রিয়াতে বসবাস করছিলেন। গত ২৬ অক্টোবর সর্দি-জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট শুরু হলে জরুরি ভিত্তিতে ভিলহেলমিনেন হাসপাতালের আইসিইউতে তাকে ভর্তি করা হয়।

সেখানে প্রায় এক সপ্তাহ নিবিড় পর্যবেক্ষণে থাকার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও গতকাল হঠাৎ খারাপ দেখা দেয়। পরে শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

Translate »