Type to search

কমিউনিটি

১০৫ কোটি টাকা লটারিতে জিতলেন বাংলাদেশি রায়ফুল

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে দ্য বিগ টিকিট র‍্যাফেল ড্রতে প্রায় ১০৫ কোটি টাকা জিতেছেন প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ রায়ফুল।

গত মঙ্গলবার (৩ জানুয়ারি) আমিরাতের সংবাদমাধ্যম দৈনিক খালিজ টাইমস এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে।

আমিরাতের আল আইনে বসবাসরত মোহাম্মদ রায়ফুলের সাথে একাধিকবার যোগাযোগ করে ব্যর্থ হয়েছেন কর্তৃপক্ষ। আয়োজকরা জানিয়েছেন, রায়ফুলের টিকিট নম্বর ০৪৩৬৭৮।

লটারির ট্রতে এবারের পর্বে দ্বিতীয় পুরস্কার জিতেছেন ভারতীয় নাগরিক উমশাদ উল্লি ভেটিল। তিনি পেয়েছেন ১০ লাখ দিরহাম। আরও তিন ভারতীয় নিরশাদ নজর, রবিন কাদিয়ান ও আব্দুল বুরহান পুথিয়াভেটিল প্রত্যেকে ১ লাখ দিরহাম করে জিতেছেন।

প্রসঙ্গত, ১৯৯২ সালে আবুধাবি বিমানবন্দর ও শহরের প্রচারের জন্য বিগ টিকিট লটারি চালু করা হয়েছিল। প্রতি মাসে এই লটারির ড্র অনুষ্ঠিত হয়। প্রথম স্থানের জন্য পুরস্কারের অর্থের মূল্য প্রতি মাসে পরিবর্তিত হয়। ইংরেজি নববর্ষ উপলক্ষে জানুয়ারিতে প্রথম পুরস্কার ছিল ৩৫ কোটি দিরহাম অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৫ কোটি টাকা।

এবিসিবি/এমআই

Translate »