Type to search

কমিউনিটি

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নাঈম (২১) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত রোববার (১ জানুয়ারি) সৌদি আরবের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যু নাঈম উপজেলার পৌর সদরের চালিয়াগোপ এলাকা শহীদ মিয়ার ছেলে।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) সন্ধ্যায় পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ এসব তথ্য নিশ্চিত করেছেন।

নাঈমের পিতা শহীদ মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, অভাবের সংসার আমাদের। ০৮ মাস আগে ধারদেনা করে ছোট ছেলে নাঈম হোসেনকে সৌদি আরবে পাঠাই। এর পর থেকে নিয়মিত সেখানে কাজ করে বাড়িতে টাকা পাঠাতে শুরু করে নাঈম। এতে ধীরে ধীরে ধারদেনা পরিশোধ করছিলাম। এরই মধ্যে গত রোববার বিকালে সে কাজ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে তার সেখানে মৃত্যু হয়।

পাকুন্দিয়া থানার ওসি সারওয়ার জাহানকে কয়েকবার ফোন করা হলে তিনি কল রিসিভ করেননি। ফলে তার বক্তব্য জানা যায়নি।

এবিসিবি/এমআই

Translate »