Type to search

কমিউনিটি

সৌদিতে আগুনে ৭ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

সৌদি আরবের হুফুফ শহরে একটি ফার্নিচার কারখানায় আগুনের ঘটনায় সাত বাংলাদেশিসহ নয়জন নিহত হয়েছেন। শনিবার দুপুরে এসব তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

নিহত বাংলাদেশিরা হলেন- আরিফ মো. সাহাদাত, বারেক সরদার, মো. শাকিল প্রামাণিক, রুমান প্রামাণিক, মো. ফিরুজ সরদার আলী, সাইফুল ইসলাম ও মো. রব হোসাইন। তাদের মধ্যে তিনজন নাটোরের বাসিন্দা।

মন্ত্রণালয় জানায়, রিয়াদ থেকে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার দূরে হুফুফ শহরের ইন্ডাস্ট্রিয়াল এলাকায় স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় একটি সোফা তৈরি কারখানায় লাগা আগুনে নয়জন কর্মী মারা যান। তাদের মধ্যে ৭ জন বাংলাদেশি বলে প্রাথমিকভাবে শনাক্ত হয়েছে। বাকি ২ জন কোন দেশের জানা যায়নি। এ ঘটনায় ২ জন কিং ফাহাদ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

মন্ত্রণালয় আরও জানায়, নিহতদের মধ্যে ৩ জন নাটোর জেলার বাসিন্দা। মরদেহগুলো হুফুফ কিং ফাহাদ মর্গে সংরক্ষণ করা হয়েছে।

এবিসিবি/এমআই

Translate »