Type to search

কমিউনিটি

লেবাননের বৈরুতে বিস্ফোরণে ৪ বাংলাদেশির মৃত্যু, আহত ৭৮

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত ৪জন বাংলাদেশি মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া এ বিস্ফোরণে ৭৮ জন বাংলাদেশি আহত হয়েছে বলে জানা গেছে।

বৈরুতের বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সেরি ও ফার্স্ট সেক্রেটারি আবদুল্লাহ আল মামুন এসব তথ্য জানিয়েছেন।

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার রাসেল মিয়া, মেহেদি হাসান, কুমিল্লার রেজাউল করিম ও মাদারীপুরের মিজানুর রহমান। বৈধভাবেই সেখানে কাজ করছিলেন তারা। আহতদের মধ্যে বেশিরভাগই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন বলে জানান আবদুল্লাহ।

উল্লেখ্য, গত মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৬টায় বৈরুত বন্দরের একটি বিস্ফোরক দ্রব্যের গুদামে ভয়াবহ বিস্ফোরণে পুরো লেবানন ও কেঁপে ওঠে আশপাশের এলাকা। এখন পর্যন্ত ১০০ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। ৪ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন ।

Translate »