Type to search

কমিউনিটি

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বাবা-মেয়ে নিহত

যুক্তরাষ্ট্রের মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বাংলাদেশি ব্যবসায়ী জাহাঙ্গীর আলী সাজু ও তার মেয়ে মমো জাহাঙ্গীর। এ ঘটনায় জাহাঙ্গীর আলী সাজুর ছেলে তামিম জাহাঙ্গীর গুরুতর আহত হয়েছেন। গত ২৫ ফ্রেব্রুয়ারি রোববার মিশিগানের ওয়ারেন সিটির রোডে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিকাল ৩টার দিকে মিশিগানের ওয়ারেন সিটির ১০ মাইল রোডে এ দুর্ঘটনা ঘটে। এতে বাংলাদেশি জাহাঙ্গীর আলী সাজু ঘটনাস্থলেই নিহত হন। তিনি সিলেট মহানগরীর পৌরবিপণী মার্কেটের কাঁচঘর নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও নগরীর আম্বরখানা বড়বাজার এলাকার আকবর আলীর ছেলে। তার মেয়ে মমো জাহাঙ্গীর হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। পরে তাকে মৃত ঘোষণা করা হয়। ছেলে তামিমও আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় ব্যবসায়ি পারভেজ আহম্মেদ বলেন, বছর তিনেক আগে সাজু পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে আসেন। তিনি সপরিবারে মিশিগানে বসবাস করতেন। দুর্ঘটনার দিন কাজের জন্য ছেলে ও মেয়েকে নিয়ে বের হন জাহাঙ্গীর আলী সাজু।

মিশিগানের মসজিদ নুরে বাদ জোহর জাহাঙ্গীর আলী সাজু ও তার মেয়ের নামাজে জানাজা হওয়ার কথা রয়েছে। এই অকাল মৃত্যুতে শোকের ছাঁয়া নেমে এসেছে মিশিগান প্রবাসিদের মাঝে।

এবিসিবি/এমআই

Translate »