বাংলাদেশি প্রবাসী মালদ্বীপে নিখোঁজ

গত ২৭ জুলাই রাত থেকে নিখোঁজ রয়েছেন মালদ্বীপ প্রবাসী মোহাম্মদ আবদুল কাদের।
আবদুল কাদেরের গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং থানার সাদকপুর এলাকায়। দীর্ঘ ১২ বছর মালদ্বীপে আছে তিনি। মালদ্বীপের রাজধানীতে গাড়ি চালান আবদুল কাদের।
তার সহকর্মীরা বলেন, আবদুল কাদের ২৭ জুলাই রাত ৮টার দিকে পিকআপ গাড়ি নিয়ে কর্মক্ষেত্রে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এক সপ্তাহের মধ্যে পরিবারের সাথেও তার যোগাযোগ হয়নি।
আবদুল কাদেরের ভাতিজা মোহাম্মদ রুবেলও তার কোনো খোঁজ পাননি। আবদুল কাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বলে জানা গেছে।
আবদুল কাদেরের সন্ধানের জন্য তার পরিবারের সদস্যরা মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের কাছে আকুল আবেদন জানিয়েছেন।
এবিসিবি/এমআই