বাংলাদেশি ক্রীড়াবিদ পরিচয়ে মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা
বাংলাদেশ থেকে ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণের নামে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা রুখতে কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। ক্রীড়া সংক্রান্ত প্রয়োজনীয় ডকুমেন্ট ছাড়া আর কোনো বাংলাদেশি ‘ক্রীড়াবিদ’ মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না।
আজ দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম ‘নিউ স্ট্রেইটস টাইমস’ জানিয়েছে, মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাহাবান বলেছেন, একটি চক্র বাংলাদেশি নাগরিকদের ক্রীড়াবিদ পরিচয়ে মালয়েশিয়ায় প্রবেশ করিয়ে তাদের অবৈধভাবে কাজে নিযুক্ত করার চেষ্টা করছিল।
সম্প্রতি এই ধরনের একটি ঘটনার তদন্তে দেখা যায়, গত অক্টোবরে ১৮ জন ‘ক্রীড়াবিদ’ মালয়েশিয়ায় প্রবেশ করেছিলেন। পরে তাদের কুয়ালালামপুরের মালুরি এলাকায় একটি অভিযানে আটক করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে পাসপোর্ট ও একটি ক্রীড়া প্রতিযোগিতার ভুয়া আমন্ত্রণপত্র উদ্ধার করা হয়। এছাড়াও, ওই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা প্রতিজনের কাছ থেকে ২,০০০ থেকে ৫,০০০ রিঙ্গিত পর্যন্ত অর্থ গ্রহণ করেছিল।
জাকারিয়া শাহাবান জানান, ‘এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে আরও তদন্ত চলছে। আমাদের গোয়েন্দা বিভাগ চক্রের অবশিষ্ট সদস্যদের খুঁজে বের করার জন্য তথ্য সংগ্রহ করছে। এছাড়া, যারা একই পদ্ধতিতে মালয়েশিয়ায় প্রবেশ করেছে এবং এখনও অবস্থান করছে, তাদেরও শনাক্ত করার কাজ চলছে।’
নিউ স্ট্রেইটস টাইমস আরো জানিয়েছে, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আরেকটি ঘটনার সময় আরও ২০ জন বাংলাদেশিকে প্রবেশ করতে দেয়া হয়নি। তাদের ‘নট-টু-ল্যান্ড’ নোটিশ দিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে।
এদিকে জাকারিয়া শাহাবান আরো বলেছেন, ‘২০২৩ সালের জানুয়ারিতে একই কৌশলে ২৩ জন বাংলাদেশি মালয়েশিয়ায় প্রবেশ করে এবং পরে ম্যানপাওয়ার রিক্যালিব্রেশন প্রোগ্রামে নিবন্ধনের চেষ্টা করে। তবে, তারা কোয়ালিফাই না হওয়ায় তাদের আবেদন বাতিল করা হয়।’
এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে বাংলাদেশি ক্রীড়াবিদদের ডকুমেন্ট যাচাই-বাছাই কঠোর করা হবে বলে জানান তিনি। ক্রীড়া ইভেন্ট আয়োজকদের সঙ্গে সমন্বয় করে তাদের আসল তথ্য যাচাই করার উদ্যোগ নেয়া হবে।
গত বছর সেপ্টেম্বরেও মালয়েশিয়ায় এই ধরনের একটি ঘটনা ঘটে। দৌড় প্রতিযোগিতার নামে ২৯ জন পাকিস্তানি মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করেছিল। তাদের ব্যাগে দৌড়ের পোশাকের বদলে ঐতিহ্যবাহী পোশাক কুর্তা পাওয়ায় তাদের সন্দেহ হয় এবং তাদেরও পাকিস্তানে ফেরত পাঠানো হয়।
পত্রিকাটি আরো জানিয়েছে, মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ থেকে বলা হয়েছে, বিদেশি চক্রগুলোর অপতৎপরতা বন্ধে এই ধরনের পদক্ষেপ আরও জোরদার করা হবে।
-নিউ স্ট্রেইটস টাইমস