বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার জাতীয় শোক দিবস পালন

আবুল কালাম আজাদ খোকন , বিশেষ প্রতিনিধি :
অস্ট্রেলিয়ার সিডনীর স্থানীয় একটি ফাংশন সেন্টারে ‘বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া‘ কর্তৃক গত ১৬ আগস্ট রবিবার বিকাল ৫টায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এই সংগঠনের সভাপতি শেখ শামীমুল হক।
স্বাস্থ্যবিধি মেনে শোকাবহ দিনটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে সেমিনারের আয়োজন করে। ভাবগম্ভীর পরিবেশে ৪৫তম জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থিরচিত্র ও ভিডিও চিত্র প্রদর্শন, আলোচনা সভা এবং বঙ্গবন্ধুসহ অন্য শহীদদের আত্মার মঙ্গল কামনা করা হয়।
সিডনীর স্থানীয় শিল্পীরা বঙ্গবন্ধুর উপর রচিত গান পরিবেশন করে স্মৃতিচারণ করেন। প্রামাণ্য চিত্রের মাধ্যমে কবিতা পাঠ করেন মৌসুমী মার্টিন। সকল বক্তারা বঙ্গবন্ধুর বিভিন্ন জীবনীভিত্তিক স্মৃতিচারণ করেন। গীতালি চক্রবর্তীর বক্তিতায় বঙ্গবন্ধু’র বিশেষ স্মৃতির কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি, আওয়ামীলীগের নেতাকর্মীসহ সিডনী প্রবাসী বাংলাদেশিরা।
ডিনার শেষে আয়োজক শেখ শামীম অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।