Type to search

কমিউনিটি

প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় পররাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি

প্রবাসী হয়রানি বন্ধ ও দেশে প্রবাসীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশি নাগরিকরা সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর।

গত ২৭ জুন সকালে ওয়েস্ট লন্ডনের গস্টার্স মিলিনিয়াম হোটেলে বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে তার হোটেল কক্ষে সাক্ষাৎ করে প্রবাসীদের সমস্যা বিষয়ে একটি স্মারকলিপি পররাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেন প্রবাসী নেতারা।

লন্ডনে ‘আমরা সিলেট বাসীর’ পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকে প্রবাসী নেতারা প্রবাসীদের ঢাকা, সিলেটে বাসা বাড়ি জায়গা দখলসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের আশ্বস্ত করে জানান, এমন বিষয় সম্পর্কে তিনি নিজে ওয়াকিবহাল রয়েছেন। প্রবাসীরা যাতে দ্রুততম সময়ের ভেতর এর প্রতিকার পান তাহার ব্যবস্থা নেবেন। প্রয়োজনে আইনের সংস্কার করতে আইনমন্ত্রীকে বলবেন। তাৎক্ষণিকভাবে পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের সামনেই বিষয়টি জানিয়ে দেন আইনমন্ত্রীকে। তিনি জানান, দেশে ফিরে দ্রুত ব্যবস্থা নেবেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রবাসীদের ব্যাপারে খুবই আন্তরিক মাননীয় প্রধানমন্ত্রী। প্রবাসীদের যে কোনো সমস্যার সমাধানে আন্তরিকভাবে কাজ করছে এই সরকার।

বৈঠকে প্রবাসীদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাংবাদিক মতিয়ার চৌধুরী, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি, মানবাধিকারকর্মী আনসার আহমেদ উল্লাহ, বিশ্ববাংলা ফাউন্ডেশনের চেয়ার শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, সাবেক কাউন্সিলার নূরুদ্দিন আহমদ, ড. আনিছুর রহমান আনিছ, যুবনেতা জামাল আহমদ খান, লন্ডনস্থ বাংলাদেশে মিশনের মিনিস্টার প্রেস আশিকুন নবী চৌধুরী ও কয়েস চৌধুরীসহ আরো অনেকে।

এবিসিবি/এমআই

Translate »