Type to search

কমিউনিটি

প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিতে প্রস্তত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ

জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী ১৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যেই প্রধানমন্ত্রীকে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনাসহ নাগরিক সংবর্ধনা দিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ প্রস্তত হয়ে গেছে।

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সফল করতে গত কয়েকদিন ধরে দফায় দফায় আলোচনা করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা। আগামী ২৪ সেপ্টেম্বর শনিবার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের উদ্দেশে ভাষণ দেবেন বলে তারা জানিয়েছেন।

আগামী ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশন শুরু হচ্ছে। জাতিসংঘের উচ্চ-স্তরের সাধারণ বিতর্ক শুরু হবে ২০ সেপ্টেম্বর থেকে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে পৌঁছাবেন আগামী ১৮ সেপ্টেম্বর।

এবিসিবি/এমআই

Translate »