নেদারল্যান্ডে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা ও দোয়া আয়োজন
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নেদারল্যান্ডস্থ বাংলাদেশ দূতাবাস–এর সম্মেলন কক্ষে ১৫ আগস্ট একআলোচনা ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়। দূতাবাসের কর্মকর্তাকর্মচারীবৃন্দ, হল্যান্ড আওয়ামীলীগের নেতৃবর্গ এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যগণ এতে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁরপ্রয়াত পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করাহয়। তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতকরা হয়। অত:পর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী,পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করেশোনানো হয়।
হল্যান্ড আওয়ামীলীগের নেতা মুরাদ খান , আলাউদ্দিনমোল্লা তাঁদের বক্তব্যে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের নানাদিক গভীর শ্রদ্ধারসাথে স্মরণ করেন। তাঁরা ১৫ আগস্টের জঘন্য হত্যাকান্ডের নিন্দাজানিয়ে একে বাংলাদেশের ইতিহাসের এক অন্ধকার অধ্যায় হিসেবেঅভিহিত করেন।
নেদারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ বাংলাদেশেরস্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধানিবেদন করে। ১৯৪০ দশক হতে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন, রাজনৈতিক দর্শন ও তদানীন্তন উপমহাদেশীয় তথা আন্তর্জাতিকপ্রেক্ষাপটে বাঙ্গালীর জাতীয়বাদ চেতনা পরিস্ফুটনে বঙ্গবন্ধুর অসামান্যভূমিকা ও দূরদর্শিতার উপর আলোকপাত করেন। তাঁর দূরদর্শী নেতৃত্বএবং অদম্য মানসিকতার জন্যই যুদ্ধবিধ্বস্ত একটি দেশ স্বাধীন দেশহিসেবে উন্নয়নের পথে যাত্রা শুরু করে বলে তিনি উল্লেখ করেন।
বক্তাদের বক্তব্য প্রদান শেষে কবিতা আবৃত্তি ও বঙ্গবন্ধুর অসমাপ্তআত্মজীবনী থেকে কিয়দংশ পাঠ করে উপস্থিত সকলকে শোনানো হয়। পরিশেষে, ‘বঙ্গবন্ধু বিশ্ববন্ধু’ শিরোনামে একটি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্রপ্রদর্শন করা হয়।