ধর্ষণের বিচার সুষ্ঠু না হওয়ায় বাংলাদেশে ধর্ষণের ঘটনা বেড়েছে: নিউইয়র্কের ক্ষুব্ধ প্রবাসীরা
বাংলাদেশে ধর্ষণ মামলায় সর্বোচ্চ শাস্তির দাবিতে ‘নিউইয়র্কের ক্ষুব্ধ সচেতন প্রবাসীরা পোস্টার প্রদর্শন করে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ধর্ষণের বিচার না হওয়ায় ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে বাংলাদেশে। তাই ধর্ষণ মামলায় এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিবে হবে যেন কেউ ধর্ষণ করার সাহস না পায়। প্রত্যেকে নিজের জায়গা থেকে প্রতিবাদ না করতে পারলেও যেনো সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। মনোভাবের এবং অপরাধীদের প্রতিহত করতে আহ্বান জানান বক্তারা।
সমাবেশের অন্যতম আয়োজক সাংবাদিক তোফাজ্জল লিটনের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নাগরিক আন্দোলনের নেতা ও সাংবাদিক মুজাহিদ আনসারী, লেখক ও ছড়াকার ইশতিয়াক রূপু, নিউইয়র্ক শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মণিকা রায় চৌধুরী, আবৃত্তি শিল্পী কান্তা কবীর, পরিচয় সম্পাদক নাজমুল আহসান, কবি ও সাংবাদিক দর্পণ কবীরসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, যারা দৃষ্টি দিয়ে, গালাগাল করে এবং অশালিন অঙ্গভঙ্গী করে নারীদের মানসিকভাবে ধর্ষণ করে তাদের বিরুদ্ধেও প্রতিবাদ সভা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। সব দেশেই ধর্ষণ হয় স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য উৎসাহিত করতে পারে অপরাধীদের। তারা বলেন, যারা ইনিয়ে বিনিয়ে ধর্ষকদের সমর্থন করে, পোশাকে দায়ী করে ধর্ষকদের বাঁচাতে চায় তাদের বিরুদ্ধেও সোচ্চার হতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি ধর্ষণ ঘটনার সুষ্ঠু ও সর্বোচ্চ বিচার দাবি জানান বক্তারা।
সমাবেশের আয়োজক তোফাজ্জল লিটন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বাংলাদেশ গণজাগরণ মঞ্চের প্রতিষ্ঠাতা সংগঠক সৈয়দ জাকির আহমেদ রনি, কুইন্স বাংলাদেশ সোসাইটির উপদেষ্টা তাজুল ইসলাম, লেখিকা শেলী জামান খান, জুলিয়েট রোজারিও, বিভাষ মল্লিক, নির্মাতা রহমান টিটো, সহযোগী নার্স সীমা সুস্মিতা, জুয়েল মালিক, শেখ শোয়েব সাজ্জাদ, ইলা সরকার ও বিউটি খানম প্রতিবাদ ও মানববন্ধনে উপস্থিত থেকে একাত্মতা ঘোষণা করেন।