Type to search

কমিউনিটি

দক্ষিণ আফ্রিকায় এমটাটায় প্রদেশে বাংলাদেশী ব্যবসায়ী খুন

দক্ষিণ আফ্রিকার এমটাটায় প্রদেশে লিবুড়ি এলাকায় এক বাংলাদেশি ব্যবসায়ী খুন হয়েছেন। নুর মোহাম্ম লাভলু জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের জোনাইল পক্ষিমারী এলাকায় মৃত মৌলভী আমিনুর রহমান মাস্টারের ছেলে।

দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী এক বাংলাদেশি ফোনে নিহতের পরিবারকে বলেন, নুর মোহাম্মদ গত ১৩ নভেম্বর রাত সাড়ে ৮টায় আফ্রিকায় এমটাটায় লিবুড়ি গ্রামে তার মোদি দোকান বন্ধ করার সময় আফ্রিকান চারজন দৃর্বৃত্ত নুর মোহাম্মদের ওপর আক্রমণ করে। এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে তাকে। মূহুর্তের মধ্যে রক্ত ক্ষরণে ঘটনাস্থলে নুর মোহাম্মদের মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই নূর শহী বলেন, তার ভাই গত ১৮ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে আসছেন। গত ৫ বছর আগে বাড়ি আসেন তিনি। এবং ছয় মাসপর আবার আফ্রিকায় কর্মস্থলে চলে যান। নিহতর স্ত্রী ও ২ কন্যা রয়েছেন। গতকাল শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০ টায় নুর মোহাম্মদের পরিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার লাশ গ্রহণ করেন।

ঐ দিন সন্ধ্যা সাড়ে ছয় টায় জানাযা শেষে তার লাশ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

Translate »