Type to search

কমিউনিটি

তুরস্কে কোভিড-১৯ টিকা নিলেন দুই বাংলাদেশি চিকিৎসক

বিশ্বের অন্যান্য দেশের মতো তুরস্কও কোভিড-১৯ প্রতিরোধে টিকাদান কার্যক্রম শুরু করেছে। গত ২৯ ডিসেম্বর চীনা ভ্যাকসিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিনোভ্যাক কর্তৃক উৎপাদিত করোনা টিকার ৩০ লাখ ডোজের প্রথম চালান দেশটিতে এসে পৌঁছায়। এরই ধারবাহিকতায় দেশটি গত বৃহস্পতিবার থেকে টিকাদান কার্যক্রম শুরু করে।

প্রাথমিক পর্যায়ে তুরস্কে স্বাস্থ্যকর্মী, ডাক্তার এবং সিনিয়র সিটিজেনদের মাঝে করোনাভাইরাসের টিকা প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে দেশটিতে করোনার ভ্যাকসিন নিয়েছেন প্রবাসী দুই বাংলাদেশি।

তারা হলেন- ড. সাঈদ খলিল ও ডা. মোহাম্মদ আবু ইউসুফ ইরাজ। গত বৃহস্পতিবার তুরস্কের উত্তরাঞ্চলীয় শহর সামসুনের অন্দোকুজ মাইস ইউনিভার্সিটির মেডিকেল সেন্টার থেকে আবু ইউসুফ ইরাজ টিকা নেন।

টিকা নেওয়ার পর সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানিয়েছেন ডা. আবু ইউসুফ। ড. খলিলও সুস্থ আছেন বলে তিনি জানান।  ড. সাঈদ খলিলেল বাড়ি কক্সবাজারে। আবু ইউসুফ ইরাজের জন্ম কিশোরগঞ্জ।

Translate »