Type to search

Lead Story কমিউনিটি

কোভিড-১৯ আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের মুহাম্মদ সুমন (৩২) নামে এক বাংলাদেশি কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে করোনাভাইরাসে দক্ষিণ আফ্রিকায় ৩৯ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

সুমন ৩ দিন থেকে জ্বরে ভুগছিলেন। গত ২১ ডিসেম্বর সকালে তাকে জোহানসবার্গ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

মুহাম্মাদ সুমন নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার দুঃশ্বিমপাড়া এলাকার আবদুস সাত্তার মিয়ার বড় ছেলে। দেশে গিয়ে বিয়ে করে চলতি বছরের অক্টোবর মাসে তিনি দক্ষিণ আফ্রিকায় আসেন।

Translate »