Type to search

কমিউনিটি

কোভিড-১৯ আক্রান্ত হয়ে অস্ট্রিয়ার বাংলাদেশি কমিউনিটির সিনিয়র সিটিজেনের মৃত্যু

কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন অস্ট্রিয়ার বাংলাদেশি কমিউনিটির সিনিয়র সিটিজেন শফিক চৌধুরী। গত মঙ্গলবার রাত ১১ টার দিকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে লাইফসাপোর্টে থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

শফিক চৌধুরীর হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় নিজ গ্রামের বাড়ি। তিনি প্রায় ৪ দশক ধরে স্থায়ীভাবে অস্ট্রিয়াতে বসবাস করে আসছিলেন। লকডাউন পরবর্তী সময়ে তিনি ব্যক্তিগত কাজে বাংলাদেশে আসেন এবং  কোভিড-১৯ সংক্রমিত হয়ে পড়েন।

প্রথম কয়েকদিন বাসায় আইসোলেশনে থাকার পর অবস্থার অবনতি হলে ঢাকার স্কয়ার হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়। স্কয়ার হাসপাতালের আইসিইউতে থাকা অবস্থায় ফুসফুসের সংক্রমণ গুরুতর আকার ধারণ করলে তাকে অপারেশনের জন্য ইবনে সিনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অপারেশনের পর তার শারীরিক অবস্থা আরও অবনতি হয়ে পড়ে।

পারিবারিক জীবনে শফিক চৌধুরী ছিলেন বিপত্নীক এবং ২ পুত্র সন্তানের জনক। কয়েক বছর আগে তকর এক ছেলে ভিয়েনায় মৃত্যুবরণ করেন। শফিক চৌধুরী ছিলেন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে অবস্থিত জাতিসংঘের আণবিক শক্তি কমিশনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

এছাড়া ভিয়েনাতে অবস্থিত বায়তুল মোকাররম মসজিদ ও মসজিদুল ফালাহ্-এর অন্যতম উদ্যোক্তা এবং তিনি মসজিদ কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

Translate »