কুয়েতে ফ্ল্যাট থেকে বাংলাদেশি মা-মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার
কুয়েতে একটি ফ্ল্যাট থেকে বাংলাদেশি মা-মেয়ের রক্তাক্ত লাশ পুলিশ উদ্ধার করেছে। মৃত্যুরা হলেন- মা মমতা (৫৫) ও মেয়ে স্বর্ণলতা (৩০)। মানিকগঞ্জের ধামরাই এলাকায় তাদের বাড়ি।
শুক্রবার (২৮ আগস্ট) বাংলাদেশি অধ্যুষিত জিলিব আল সুয়েখ এলাকার একটি বহুতল ভবনের নিচতলা থেকে রক্তাক্ত লাশ ২টি উদ্ধার করা হয়। সংবাদ আরব টাইমস।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, যে ফ্ল্যাট থেকে মা ও মেয়ে লাশ উদ্ধার হয়েছে সেটিতে কেবল তারাই থাকতেন। তাদের পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। লাশের ময়নাতদন্তের ফলাফল এখনও পাওয়া যায়নি। এ ঘটনায় পুলিশ বিভাগে একটি মামলা হয়েছে।