Type to search

কমিউনিটি

কলকাতায় চালু হচ্ছে বাংলাদেশের নতুন ভিসা কেন্দ্র

ভারতের কলকাতায় বড় পরিসরে নতুন করে চালু করা হচ্ছে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র। কেন্দ্রটি কলকাতার সল্টলেকের ভি-এ সেক্টরে ১৩ হাজার বর্গফুট আয়তনের।

দেশটিতে বাংলাদেশ হাইকমিশন এক বিবৃতিতে বলেছে, সম্প্রতি কেন্দ্রটি ঘুরে এসেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বিবৃতিতে বলা হয়েছে, এই পরিকল্পনার অংশ হিসেবে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন থেকে পৃথক ভিসা সেন্টার করা হয়েছে।

এতে আরও জানানো হয়, বড় পরিসরের ভিসা আবেদন কেন্দ্রে সেবার পরিধি ও মানোন্নয়নের পাশাপাশি নতুন করে ভিসা প্রক্রিয়াকরণের ক্ষেত্রে নির্ধারণ করে দেওয়া হবে জিএসটিসহ ৮২৬ ভারতীয় রুপি।

এবিসিবি/এমআই

Translate »