Type to search

কমিউনিটি রাজনীতি

ইতালিতে প্রবাসী বিএনপি কর্মীদের গণসংযোগ

ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধি:
ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত তৈরির লক্ষ্যে ইতালি বিএনপির নির্দেশে ভিচেন্সা বিএনপি শাখা লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে।
দেশ নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও ইতালি বিএনপি’র সংগ্রামী সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন ভাইয়ের দিক নির্দেশনায় ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত তৈরির লক্ষ্যে ইতালি ভিছেন্সা বিএনপি শাখা লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচির ধারাবাহিক অংশ হিসেবে মঙ্গলবার ভিছেন্সা প্রবিন্সের আরজিনানো শহরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে ইতালির ভিছেন্সা বিএনপি শাখা।
ইতালির ভিছেন্সা প্রবিন্স বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সিকদার মোহাম্মদ কায়েস, ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাত্তার এর উদ্যোগে বিএনপি নেতা রফিকুল ইসলাম মান্না, জনাব কামাল মাঝি, প্রিন্স ও ফরহাদ হোসেনের সার্বিক সহযোগিতায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন-  ইমরান খান, জাফর আহমেদ, খবির খন্দকার, আব্দুল্লাহ আল মামুন, মীর ইসমাইল হোসেন, মোঃ জাহাঙ্গীর, এডভোকেট মনিরুজ্জামান মনির, সাইফুল ইসলাম জুয়েল, মোঃ মিন্টু, মোহাম্মদ আরিফ সহ প্রমুখ নেতৃবৃন্দ।এ সময় প্রবাসীদের দেশে অবস্থানরত পরিবার-পরিজন যাতে নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে না জান এবং যার যার অবস্থান থেকে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করে এই গণমানুষের ও নাগরিকের অধিকার হরণকারী ফ্যাসিস্ট স্বৈরাচারের পতন ঘটানোর জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন এ ব্যাপারে সবাইকে অনুরোধ জানান।
এবিসিবি/এমআই
Translate »