Type to search

কমিউনিটি

অসুস্থ প্রবাসী বাংলাদেশিকে দেশে যাওয়ার টিকিট প্রদান

একজন অসুস্থ প্রবাসীকে বাংলাদেশ বিমানের একটি টিকেট দিয়ে দেশে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ সংযুক্ত আরব আমিরাত শাখা। জানা যায়, সিলেটের গোয়াইনঘাট উপজেলার এই অসুস্থ প্রবাসির বাড়ি।

গত শনিবার সন্ধ্যায় তারা এই ব্যবস্থা করে। এ সময় সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ সংযুক্ত আরব আমিরাত শাখার নেতারা জানান, সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে প্রাচীন আঞ্চলিক সংগঠন হলো সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখা।

সংগঠনটি ২০০২ সাল থেকে প্রবাসীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। মানবতার সেবায় নিজেদের বিলিয়ে দেয়া মানুষদের এ সংগঠন মানুষের উন্নয়নে কাজ করতে পেরে নিজেদের ধন্য মনে করে।

এসময় সংযুক্ত আরব আমিরাতের প্রধান সমন্বয়ক জাওয়াদুর রহমান, নব নির্বাচিত সভাপতি হাজী আবদুর রব, কার্যকরী সভাপতি আজাদ লালন, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, সহ-সভাপতি হাবিবুর রহমান চুনু, সহ-সভাপতি শেখ মুহিবুর রহমান, উপদেষ্টা মোহাম্মদ চুনু মিয়া, সাংগঠনিক সম্পাদক হাজী শফিকুল ইসলাম, সদস্য আমিনুল হকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Translate »