অষ্ট্রেলিয়ার সিডনিতে পারিবারিক সহিংসতা বন্ধের সেমিনার

শিশু ও নারী নির্যাতনের চিত্র বিশ্বের সর্বত্র। অষ্ট্রেলিয়াতে পারিবারিক সহিংসতা বন্ধের জন্য কাজ করে যাচ্ছে অনেক সংগঠন। ‘হোয়াইট রিবন অষ্ট্রেলিয়া’ তেমনি একটি সর্ববৃহৎ সংগঠন দেশটিতে। যেখানে ডোমেষ্টিক ভায়োলেন্স নিয়ে কাজ করে যাচ্ছে সংগঠনটি।
হোয়াইট রিবন অষ্ট্রেলিয়ার অ্যান্বাসেডর আবুল কালাম আজাদ খোকন দীর্ঘ ৪ বছর যাবৎ শিশু ও নারী নির্যাতন প্রতিরোধকল্পে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।তিনি এ পর্যন্ত পারিবারিক সহিংসতা বন্ধের সিডনিতে নয়টি সচেতনতামূলক সেমিনার করেছেন।
ওহিদুজ্জামান সাগর কোরআন তেলোয়াতৎ পাঠ করেন। ফয়জুন নাহার পলির সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। পারিবারিক নির্যাতনের শিকার রুহামা রাসেক মৌরী তাঁর নির্যাতনের কিছু বর্ণনা করেন। ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়। কবিতা আবৃত্তি করেন ফয়জুন নাহার পলি।
আলোচকরা বলেছেন, স্বাভাবিক সময়ের চেয়ে করোনা মহামারির সময়ে নারীর প্রতি পারিবারিক সহিংসতা বৃদ্ধি পেয়েছে। পারিবারিক আইন প্রয়োগের মাধ্যমেই শুধু যে এই সমস্যার সমাধান হবে তা নয়, সম্মিলিতভাবে সামাজিক ও পারিবারিক ভাবে এই সমস্যার সমাধান করা উচিত।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এক্স ডেপুটি মেয়র ও হোয়াইট রিবন অ্যান্বাসেডর কার্ল সালেহ, ইজ্ঞি: মো: কাইয়ুম, মুনিয়া কাইয়ুম, ড. ফয়জুল আজীম চঞ্চল, বেলাল হোসাইন, আবিদা আসওয়াদ, দিলারা জামান, মৌসুমী লিপি আক্তার, মামুন, মুক্তমঞ্চ সম্পাদক নোমান আল শামীম ও জয়নুল আবেদীন শ্যাম প্রমুখ।
উল্লেখ্য, প্রতি বছর হোয়াইট রিবন অস্ট্রেলিয়া কর্তৃক হোয়াইট রিবন ডে ও হোয়াইট রিবন নাইট পালন করে আসছে। কেক কাটার পর নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন হোয়াইট রিবন অস্ট্রেলিয়ার দূত আজাদ খোকন।