Type to search

Lead Story অর্থ ও বাণিজ্য

রাজস্ব ঘাটতিতে এনবিআর

রাজস্ব ঘাটটিতে এনবিআর

চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম ছয় মাসে অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত রাজস্ব ঘাটতিতে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই ঘাটতির পরিমাণ প্রায় ৩৩ হাজার কোটি টাকা। এবিআর যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করছিল তার থেকে ২৩ শতাংশ পিছিয়ে রয়েছে। এই সময়ে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৪১ হাজার ২২৫ কোটি ১১ লাখ টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ১ লাখ ৮ হাজার ৪৭১ কোটি ৭১ লাখ টাকা। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একটি সূত্রে এই তথ্য জানা গেছে।

কেন এই পরিমাণ ঘাটতি? এই প্রশ্নে জাতীয় রাজস্ব বোর্ডের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, মূলত কোভিডকে ঘিরেই এই পরিমাণ ঘাটতি তৈরি হয়েছে। তা না হলে এই পরিমাণ টাকা ঘাটতি হওয়ার কথা নয়। সবাই জানেন এই করোনাভাইরাসের সংক্রমণে ব্যবসা-বাণিজ্য অনেকটা স্থবির হয়ে পড়েছিল। এখন হয়তো আস্তে আস্তে চাঙ্গা হচ্ছে। কিন্তু এরপরও রাজস্ব আদায় থেমে নেই। করোনার জন্য স্বাস্থ্যসেবা ছাড়াও কোনো কোনো ক্ষেত্রে বেশ কিছু কর ছাড় দিতে হয়েছে। এই ছাড় দেওয়ার কারণেও রাজস্ব লক্ষ্যমাত্রার তুলনায় বেশ কিছুটা কম আদায় হয়েছে। আয়কর আদায়ের ক্ষেত্রেও সরকারকে বেশ কিছুটা নমনীয় মনোভাব দেখাতে হয়েছে। তবে এখনও অর্থবছরের ছয় মাস বাকি রয়েছে। আশা করি লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে, যদি সবার সহযোগিতা পাওয়া যায়।

জানা গেছে, ছয়মাসে আমদানি রফতানি পর্যায়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪৬ হাজার ১৯৭ কোটি ১৯ লাখ টাকা। কিন্তু গত ছয়মাসে আদায় হয়েছে ৩৩ হাজার ৬০৮ কোটি ৮৫ লাখ টাকা। স্থানীয় পর্যায়ে মূসক খাতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫২ হাজার ৮৩৭ কোটি ৯৩ লাখ টাকা। আদায় হয়েছে ৪০ হাজার ৬২৪ কোটি ২২ লাখ টাকা। আয়কর ও ভ্রমণ কর বাবদ রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪২ হাজার ১৮৯ কোটি ৯৯ লাখ টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৩৪ হাজার ২৩৮ কোটি ৬৪ লাখ টাকা। চলতি অর্থবছরে সরকারের মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা হচ্ছে ৩ লাখ ৮২ হাজার ১৩ কোটি টাকা। এখান থেকে জাতীয় রাজস্ব বোর্ডকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয় ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা।

Translate »