প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে ইউনিয়ন ব্যাংকের ১৫,০০০ কম্বল প্রদান
প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে ইউনিয়ন ব্যাংক লিমিটেড দুস্থ ও শীতার্ত মানুষদের মাঝে বিতরণের জন্য ১৫,০০০ কম্বল প্রদান করেছে।
বুধবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের হাতে কম্বলের নমুনা হস্তান্তর করেন ইউনিয়ন ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক এবিএম মোকাম্মেল হক চৌধুরী।
গণভবন থেকে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।