কোরবানির পশুর চামড়ার দাম প্রতি বর্গফুট গরু ৩৫ ও খাসি ১৩ টাকা
সরকার গত বছরের তুলনায় সর্বোচ্চ ২৯ ভাগ কমিয়ে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে। লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া ৩৫ থেকে ৪০ টাকা ঢাকায় ও ঢাকার বাইরে ২৮ থেকে ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
ঢাকায় গত বছর প্রতি বর্গফুট চামড়ার মূল্য ছিল ৪৫-৫০ টাকা এবং মফস্বলে ৩৫-৪০ টাকা। দেশে খাসির চামড়ার মূল্য ঠিক করা হয়েছে ১৩ থেকে ১৫ টাকা, গত বছর ১৮-২০ টাকা ছিল। এছাড়া বকরির চামড়া নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১২ টাকা। গত বছর ১৩-১৫ টাকা ছিল।
গত বছরের তুলনায় ঢাকার বাইরে ২০ শতাংশ গরুর চামড়ার মূল্য কমানো হয়েছে, বকরি ২৩ শতাংশ এবং খাসি ২৭ শতাংশ।
গত বোরবার (২৬ জুলাই) কোরবানির পশুর কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ নিয়ে ভার্চুয়াল সভায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ সিদ্ধান্তের কথা জানান।
বাণিজ্যমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে চামড়াজাত পণ্যের চাহিদা ও কাঁচা চামড়া এবং কোভিড-১৯ পরিস্থিতিতে চাহিদা কেমন হতে পারে তার সঙ্গে বর্তমান মজুদ বিবেচনা করে এবারের দাম নির্ধারণ করা হয়েছে। ক্রেতা ও বিক্রেতা সবদিকে নজর রেখে এ দাম নির্ধারণ করা হয়েছে। যেন মূল্য পায় সাপ্লাই চেইনে, সেজন্য এ দাম নির্ধারণ করা হয়েছে। পশুর চামড়ার দাম কমছে কেন জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, রফতানি কমে গেছে, করোনাভাইরাস (কোভিড-১৯) স্থবির করে দিয়েছে। এবারে সব বিষয় বিবেচনা করে দাম নির্ধারণ করা হয়েছে। দরকারে এবার কাঁচা চামড়া রফতানির সুযোগ রাখা হচ্ছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, সেজন্য কমিটি করা হয়েছে এবং প্রধানমন্ত্রীর সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি জানান, কোরবানির চামড়া সংরক্ষণের জন্য শিল্প মন্ত্রণালয় পর্যাপ্ত লবণ সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। লবণ না লাগিয়ে চামড়া যেন ঢাকায় না পাঠানো হয়, সে ব্যাপারে প্রচার চালানো হয়েছে। ঢাকাসহ সারাদেশে বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে বলে তিনি জানান।
সভায় অন্যান্যের মধ্যে এফবিসিসিআইয়ের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহীন আহমেদ, বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ মাহিন, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনে প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম এবং বাংলাদেশ হাইড অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আফতাব খান উপস্থিত ছিলেন।