করোনাভাইরাস: ৩০ নভেম্বর পর্যন্ত ৫ রুটে বিমানের ফ্লাইট বাতিল
করোনাভাইরাস (কোভিড-১৯) কারণে ৫টি আন্তর্জাতিক রুটে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে বাকি রুটগুলোতেঅ ব্যাহত থাকবে বিমানের ফ্লাইট চলাচল।
আজ সোমবার,(২ নভেম্বর) বিমানের ওয়েবসাইটের নোটিশে এসব তথ্য জানানো হয়।
বিমানের ওয়েবসাইটে জানানো হয়েছে, ৩০ নভেম্বর পর্যন্ত ব্যাংকক, ম্যানচেস্টার, মদিনা, কাঠমান্ডু ও কুয়েত রুটের সব ফ্লাইট বাতিল করা হলো। এসব রুটে পরবর্তী সময় ফ্লাইট চালুর দিন ও তারিখ জানিয়ে দেয়া হবে।