Type to search

সারাদেশ

সাতক্ষীরায় করোনাভাইরাসের উপসর্গে ৩ জনের মৃত্যু, শনাক্ত ৯১

জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৩জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে ৯১ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

এদিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে আরও ১০০ শয্যা সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। একইসঙ্গে সাতক্ষীরা সদর হাসপাতালের করোনা ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

সাতক্ষীরায় ২য় মেয়াদের লকডাউনের তৃতীয় দিন পার হয়েছে ঢিলেঢালা ভাবে। অন্য দিনের তুলনায় এদিন শহরে লোকজনের চলাচল কিছুটা বৃদ্ধি পেয়েছে। ইজিবাইক, ভ্যান-রিকসা ও প্রাইভেট কারের চলাচল ছিলো চোখে পড়ার মতো। এদিকে করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২ নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। ১৪ জুন পর্যন্ত সাতক্ষীরায় করোনা শনাক্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ৫২ জনের আর উপসর্গ নিয়ে মারা গেছে ২৪৮ জন।

সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন সাফায়ত বলেছেন, নতুন করে আরও ৯১ জনসহ এ পর্যন্ত জেলায় দুই হাজার ৫১১ জন করোনায় শনাক্ত হয়েছেন।

Translate »