Type to search

সারাদেশ

সাতক্ষীরার দেবহাটা উপজেলা চেয়ারম্যান আব্দুল গণি মারা গেছেন

জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার দেবহাটা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি মারা গেছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত ১২:৩০ টার দিকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে আব্দুল গণির ঘনিষ্ঠজনদের ফেসবুক স্ট্যাটাসের সূত্রে জানা গেছে।

আব্দুল গণি দেবহাটা উপজেলা পরিষদের পর পর দুই মেয়াদে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান। এর আগে দেবহাটার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত কমান্ডার ছিলেন তিনি।

গত ৪ আগস্ট গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকাবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Translate »