সাতক্ষীরা প্রেসক্লাব নিয়ে নিম্ন আদালতের রায় স্থগিত করেছে বিজ্ঞ জেলা জজ আদালত
জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরা প্রেসক্লাব নিয়ে সাতক্ষীরা সহকারী জজ আদালত (সদর) এর ঘোষিত রায় বিজ্ঞ জেলা জজ আদালত স্থগিত করেছেন।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) মিস আপিল ৩১/২০২০ নং মোকদ্দমায় সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক শেখ মফিজুর রহমান এই স্থগিতাদেশ দেন।
এর আগে সাতক্ষীরার সহকারী জজ (সদর) আদালতের বিচারক দেওয়ানী ২৩/২০২০ নং মোকদ্দমায় ০৭/০৯/২০২০ তারিখে সাতক্ষীরা প্রেসক্লাব নিয়ে রায় প্রদান করেন। এই রায়ের বিরুদ্ধে জি এম নূর ইসলাম দিং অধ্যক্ষ আবু আহমেদ দিং কে প্রতিপক্ষ করে জেলা ও দায়রা জজ আদালতে মিস আপীল মামলা দাখিল করেন। আজ সোমবার শুনানী শেষে বিজ্ঞ আদালত নিম্ম আদালতের আদেশ স্থগিত করেন।
এদিকে, সাতক্ষীরার বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের স্থগিতাদেশ জানার পর প্রেসক্লাবে চাঞ্চল্য ফিরে আসে। উৎসবমুখর পরিবেশে সাধারণ সদস্যরা প্রেসক্লাবের সভাপতি জি,এম নুর ইসলাম ও সাধারণ সম্পাদক-মোজাফফর রহমানের নেতৃত্বাধীন কমিটিকে শুভেচ্ছা জানান।
আপীলকারির পক্ষে মামলাটি এ্যাডভোকেট গোলাম মোস্তফা ও এ্যাডভোকেট জি এম আবু বকর সিদ্দিক পরিচালনা করেন।