Type to search

সারাদেশ

রাজধানীর মিরপুরে গ্যাস বিস্ফোরণ: নিহত সংখ্যা বেড়ে ৪

রাজধানীর মিরপুর ১১ এর সি-ব্লকে গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের মধ্যে আরও ৩জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়ালো। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এর আগে, বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিনা বেগম (৫০)। তার শরীরের ৭০ শতাংশ আগুনে পুড়েছিলো।

গত বুধবার (২৫ আগস্ট) দিবাগত রাত ১টায় বিকট শব্দে গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটে। এতে শিশুসহ ৭ জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়।

বাড়ির মালিক রফিকুল ইসলাম বলেন, ৬ তলা বাড়ির নিচে গ্যাস লাইনে লিকেজ ছিল। ২ দিন আগে তা ঠিক করা হয়। কিন্তু রাতেই সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ২ পথচারী ও নিচতলার ভাড়াটিয়াসহ ৭জন দগ্ধ হন।

Translate »