Type to search

সারাদেশ

খুলনা-৬ আসনের এমপি আক্তারুজ্জামান বাবু করোনায় শনাক্ত

জেলা প্রতিনিধিঃ খুলনা-৬ আসনের (পাইকগাছা ও কয়রা) সাংসদ আক্তারুজ্জামান বাবু করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি খুলনা মহানগরীর নিজ বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর)  আক্তারুজ্জামান বাবু ও তার একান্ত সচিব তসলিম হোসাইন বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২ জনের করোনা নমুনা পরীক্ষায় নতুন করে ৬৯। জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে।

অপরদিক, শুক্রবার (৪ আগস্ট) পর্যন্ত দেশে মোট তিন লাখ ১৯ হাজার ৬৮৬ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পজিটিভ  হয়েছে। এদের মধ্যে ৪ হাজার ৩৮৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সেরে উঠেছে ২ লাখ ১৬ হাজার ১৯১ জন।

Translate »