Type to search

সারাদেশ

কোভিড-১৯: সাতক্ষীরায় উপসর্গে ৬ নারীসহ আরও ১০ জনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ উপসর্গ নিয়ে ৬ নারীসহ আরও ১০ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেলে (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় গতকাল শুক্রবার (৯ জুলাই) পর্যন্ত ভাইরাসটিতে শনাক্ত হয়ে মারা গেছেন মোট ৭৬ জন। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত ৪১৪ জন।

গত ২৪ ঘন্টায় নতুন করে ১০০ জনের নমুনা পরীক্ষায় ৩৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। পজিটিভ শনাক্তের হার ৩৭ শতাংশ। আগের দিন এ হার ছিল ২৭ দশমিক ৮৬ শতাংশ।

সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডাঃ জয়ন্ত কুমার সরকার তথ্যটি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার পর্যস্ত জেলায় মোট কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা চার হাজার ২০০ জনে দাঁড়িয়েছে।

এদিকে, সাতক্ষীরায় ঢিলেঢালাভাবে উদযাপন হচ্ছে সরকার ঘোষিত কঠোর লকডাউন। শহরের হাট বাজারগুলোতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এছাড়া জেলার অধিকাংশ এলাকায় করোনাভাই শনাক্ত পরিবারের লোকজন স্বাস্থ্য বিধি না মেনেই সর্বত্র ঘোরাঘুরি করছেন বলে অভিযোগ উঠেছে। এতে করে কোভিড-১৯ ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।

অন্যদিকে, সরকারি বিধিনিষেধ অমান্য করায় গতকাল লকডাউনের ৯ম দিনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে ১১টি অভিযানে ৪৫টি মামলায় ২১ হজার ৬৫০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।

Translate »