Type to search

সারাদেশ

কক্সবাজারের চকরিয়ায় মা-মেয়েকে নির্যাতন ও রশিতে বেঁধে ঘোরানোর ঘটনায় তদন্ত কমিটি গঠন

জেলা প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়ার হারবাংয়ে মা-মেয়েকে ‘গরুচোর’ অপবাদ দিয়ে বেঁধে পেটানো ও রশি বেঁধে ঘোরানোর ঘটনায় দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মা-মেয়ের নিযার্তনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর কক্সবাজারের জেলা প্রশাসক ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস থেকে পৃথক দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়।

এর মধ্যে কক্সবাজার জেলা প্রশাসক ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কক্সবাজার জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শ্রাবস্তী রায় ওই তদন্ত কমিটির প্রধান হচ্ছেন। অপরদিকে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সৈয়দ শামশুল তাবরীজ তদন্ত কাজে ঘটনাস্থলে রয়েছেন।

রোববার (২৩ আগস্ট) রাতে এসব তথ্য নিশ্চিত করে চকরিয়ার ইউএনও মো. সৈয়দ শামশুল তাবরীজ বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে নির্দোষ দাবি করেছেন অভিযুক্ত চেয়ারম্যান। তবে আমাদের তদন্তে তিনি দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে এ ঘটনায় চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট রাজিব কুমার দেব চকরিয়ার এএসপি সার্কেল কাজী মো. মতিউল ইসলামকে একটি সুয়োমোটো আদেশ দিয়েছেন। তাকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে আদালতে এ ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য বলা হয়েছে।

এর আগে গত শুক্রবার (২১ আগস্ট) দুপুরে কক্সবাজারের সীমান্ত চকরিয়ার হারবাং ইউনিয়নের পহরচাঁদা এলাকায় এ ঘটনা ঘটে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার ছবি প্রকাশের পর শনিবার (২২ আগস্ট) রাতে সেটি ভাইরাল হলে বিষয়টি সবার নজরে আসে।

তিন নারীসহ পাঁচজনকে নির্যাতনের এই ঘটনার ছবি ও ভিডিও শনিবার (২২ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ভাইরাল হওয়া একটি ফুটেজে দেখা যায়, ঘটনার শিকার ২ নারীর গায়ে বারবার হাত দিয়ে চৌকিদার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকে। অন্য একটি ছবিতে দেখা যায় গুরুতর আহত এক মহিলার কোমরে রশি বাঁধা অবস্থায় মাথা হেলে জ্ঞান হারিয়ে পড়ে যাচ্ছেন।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, কয়েকজন কোমরে রশি বেঁধে ২ নারীকে প্রকাশ্যে টেনে নিয়ে যাচ্ছেন। তাদের পেছনে রয়েছে আরও বহু মানুষ।

Translate »