Type to search

অপরাধ সারাদেশ

১০ শ্রেণির স্কুলছাত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার ২

ধর্ষণ-rape-এবিসিবি নিউজ-abcb news

জেলা প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে দশম শ্রেণির স্কুল ছাত্রীকে (১৫) বিয়ের আশ্বাস দিয়ে ফুসলিয়ে হোটেলে নিয়ে গণধর্ষণ করা হয়েছে। মোবাইল ফোনে এ দৃশ্য ধারণ করে তা ফেসবুকে ম্যাসেঞ্জারে ছড়িয়ে দেওয়া হয়।

এ ঘটনায় জড়িত থাকায় পুলিশ বৃহস্পতিবার দুই বন্ধুকে গ্রেফতার করেছে। ওই ভিডিও উদ্ধার ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ছাত্রীর মা বুধবার রাতে নন্দীগ্রাম থানায় মামলা করেছেন।

আটক আসামিরা হলেন- নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের পাকুরিয়াপাড়া গ্রামের বখতিয়ার উদ্দিনের ছেলে মোরশেদুল ইসলাম সোহান (১৯) ও তার বন্ধু ডুবা তেঘর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মোশারফ হোসেন আদম (১৯)।

পুলিশ ও এজাহার সূত্র জানায়, সংঘবদ্ধ ধর্ষণের শিকার ওই ছাত্রী গত ২৯ মার্চ সকাল ৯টার দিকে স্থানীয় স্কুলে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে বেলা ১টার দিকে নন্দীগ্রামের বুড়া পীরের মাজার মোড়ে পৌঁছে। এ সময় মোরশেদুল ইসলাম সোহান তাকে বিয়ের আশ্বাস দিয়ে ও ফুসলিয়ে বগুড়া শহরের মফিজ পাগলার মোড় এলাকায় নিজ কর্মস্থল দি স্কাই গার্ডেনে নিয়ে যায়। বিকাল ৩টার দিকে একটি কক্ষে সোহান ও তার বন্ধু মোশারফ হোসেন আদম ওই ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। তারা মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে এবং ধর্ষণের ঘটনা ফাঁস না করতে হুমকি দেয়। ফাঁস করলে ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়।

এরপরও দুই দুর্বৃত্ত ভিডিও চিত্র ফেসবুক ম্যাসেঞ্জারে ছড়িয়ে দেয়। সম্প্রতি গ্রামের লোকজন ফেসবুক ম্যাসেঞ্জারে ওই ধর্ষণের ভিডিও দেখতে পেয়ে ছাত্রীর পরিবারকে জানায়।

নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, ছাত্রীর মা বুধবার রাতে নন্দীগ্রাম থানায় সোহান ও আদমের বিরুদ্ধে মামলা করেন। বৃহস্পতিবার তাদের গ্রেফতার ও আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়। এছাড়া ডাক্তারি পরীক্ষার জন্য ছাত্রীকে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

এবিসিবি/এমআই

Translate »