Type to search

সারাদেশ

হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত শতাধিক

জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে পদযাত্রা শেষে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশসহ প্রায় শতাধিক লোক আহত হয়েছেন। শনিবার (১৯ আগস্ট) বিকালে শহরের শায়েস্তানগর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পদযাত্রা উপলক্ষে সংগঠনের নেতার্মীরা দুপুর থেকেই জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র জিকে গউসের বাসভবন ও আশপাশের এলাকায় জড়ো হতে থাকেন। বিকাল ৫টায় শায়েস্তানগর বাজার এলাকা থেকে বিএনপির নেতা-কর্মীরা পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি পানি উন্নয়ন বোর্ড অফিসের কাছে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এরপরেই শুরু হয় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া।

এ সময় উভয়পক্ষই একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে দেখা যায়। প্রায় আধঘন্টা  ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। একপর্যায়ে  পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষ চলাকালে হবিগঞ্জ থানার ওসি অজয় দেবসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিকে গউছ বলেন, আমরা শান্তিপূর্ণভাবে পদযাত্রা শেষে যখন বাসায় যাচ্ছিলাম তখন এডিশন্যাল এসপি খলিলের নির্দেশে ওসি অজয়ের নেতৃত্বে পুলিশ আমাদের ওপর হামলা চালায়। এতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আউয়ালসহ অসংখ্য নেতাকর্মী আহত হন। আউয়ালের অবস্থা গুরুতর। বাসার আশপাশে তল্লাশির নামে লোকজনকে হেনস্থা করছে। গ্রেপ্তারের ভয়ে হাসপাতালে না গিয়ে আহতরা গোপনে চিকিৎসা নিচ্ছেন।

হবিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) বদিউজ্জামান বলেন, এখনো ঘটনাস্থলে আছি। কী পরিমান কাদাঁনে গ্যাস ও রাবার বুলেট ছোড়া হয়েছে তা পরে জানতে পারবো।

এবিসিবি/এমআই

Translate »