Type to search

সারাদেশ

সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরা সিটি কলেজের ২ প্রভাষকের মৃত্যু

জেরা প্রতিনিধিঃ বাগেরহাটের খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার বৈলতলী নামক স্থানে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতরা সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক বলে জানা গেছে। বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ শেখ আবুল হাসান।

নিহতরা হলেন, সাতক্ষীরা সদরের কাশেমপুর এলাকার ওমর আলী সরদারের ছেলে আব্দুস ছাত্তার (৬৫) ও রসুলপুর এলাকার লুৎফার রহমানের ছেলে আব্দুল কাদের (৬০)।

স্থানীয়দের বরাত দিয়ে শেখ আবুল হাসান জানান, ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে তাদের মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। নিহত ২ মোটরসাইকেল আরোহী লাশ উদ্ধার করা হয়েছে। তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাস্থল ফকিরহাট থানা এলাকায় হওয়ায় নিহতদের মরদেহ ফকিরহাট পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত ২জন সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক বলে প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া গেছে।

এবিসিবি/ এমআই

Translate »