সুনামগঞ্জে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে নিহত ৫
জেলা প্রতিনিধিঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের সুলেমানপুর এলাকায় কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ পড়ে মা—মেয়ে ও ছেলের মৃত্যু হয়েছে। অন্যদিকে জেলার শাল্লা উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
নিহতরা হলের জগন্নাথপুরের পাটলী ইউনিয়নের সুলেমানপুর এলাকার হারুন মিয়ার স্ত্রী মৌসুমা বেগম (৩৬) তার মেয়ে মাহিমা খাতুন (৪) ও ছেলে হোসাইন মিয়া (১) এবং শাল্লা সদর উপজেলার মকবুল হোসেন (৪৪) ও তার ছেলে মাসুদ মিয়া (১১)।
আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ চাপা পড়ে মা—মেয়ে ও ছেলের মৃত্যু হয়। অন্যদিকে এ দিন সকালে নিজ বাড়ির পাশে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা বলেন, সুনামগঞ্জের জগন্নাথপুরে রাত থেকে বৃষ্টির সাথে কালবৈশাখী ঝড় শুরু হয়। আজ ভোর ৪টার দিকে জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের সুলেমানপুর এলাকার কালবৈশাখী ঝড়ে হারুন মিয়ার বাড়ির চালের উপর গাছ ভেঙ্গে পড়ে। এসময় ঘুমিয়ে থাকা হারুন মিয়ার স্ত্রী মৌসুমা বেগম(৩৫) তার ৪ বছরের মেয়ে মাহিমা আক্তার ও ১ বছরের ছেলে হোসাইন মিয়ার মৃত্যু হয়।
সুনামগঞ্জের জগন্নাথপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শশাঙ্ক পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আজ ভোর রাতে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে মা—মেয়ে ও ছেলের মৃত্যু হয়েছে।
এদিকে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
এবিসিবি/এমআই