সীতাকুণ্ডে ডিপোর ধ্বংসস্তূপে মিলল আরও ২ মরদেহ, নিহতের সংখ্যা বেড়ে ৪৬

জেলা প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো থেকে আরও ২টি মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। মরদেহগুলো আগুনে পুড়ে অঙ্গার হয়ে যাওয়ায় সেগুলোর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
বুধবার (৮ জুন) রাত ৮টার দিকে বিস্ফোরণে পুড়ে যাওয়া কনটেইনার অপসারণের সময় মরদেহ ২টি উদ্ধার করা হয়। এ নিয়ে এই বিস্ফোরণের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার অফিসার ইনর্চাজ আবুল কালাম আজাদ বলেন, ‘বিএম কনটেইনার ডিপোর ধ্বংসস্তূপ থেকে আরও ২টি মরদেহের পোড়া দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। হেলমেটসহ ১টি মাথার খুলি উদ্ধার করা হয়েছে। নিহতদের ডিএনএ নমুনা সংগ্রহসহ যাবতীয় বিষয় খতিয়ে সেটি নিশ্চিত হওয়া যাবে। দেহাবশেষের মধ্যে হাড়ও ছিল। মরদেহ ২টি পুড়ে অঙ্গার হয়ে যাওয়ায় পরিচয় নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। ধ্বংসস্তূপে কনটেইনার অপসারনের কাজ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা অব্যাহত রেখেছেন।’
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, বুধবার কনটেইনার সরানোর কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা একটা কনটেইনারের নিচে হেলমেট, গামবুট ও শরীরের কয়েকটি অংশের হাড় উদ্ধার করে। অপর আরেকটি কনটেইনারের নিচ থেকে একটি মাথার খুলিও পাওয়া যায়।
এবিসিবি/এমআই