সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফের ভাই বাবর আটক
জেলা প্রতিনিধিঃ ফরিদপুরের আলোচিত দুই হাজার কোটি টাকা পাচার মামলার চার্জশিটভুক্ত আসামি ও সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে আটক করেছে পুলিশ।
ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ এসব তথ্য জানিয়েছে।
জানা গেছে, সোমবার (৭ মার্চ) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে আটক করা হয়। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলেও জানিয়েছে পুলিশ।
এবিসিবি/এমআই