Type to search

সারাদেশ

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কর্মকর্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত

মনিরুল ইসলাম, জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির কর্মকর্তাবৃন্দের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় সুলতানপুর বড় বাজারে শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির আয়োজনে মন্টু সাহেবের সেটে শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী কবিরুল হাসান বাদশা’র সভাপতিত্বে পরিচিতি ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টিজ’র সভাপতি নাছিম ফারুক খান মিঠু বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে সাতক্ষীরা পৌরসভার ০৪নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির সেক্রেটারী মো. আব্দুর রহিম বাবু বক্তব্য রাখেন।
এসময় শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সহকারি নির্বাচন কমিশনার সাংবাদিক রুহুল কুদ্দুস, সুলতানপুর বড় বাজার মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, চাউল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রুহুল হক, শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি রজব আলী খাঁ, নির্বাহী সদস্য কবিরুল ইসলাম ও শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির কর্মকর্তাবৃন্দের পরিচিতি ও অভিষেক অনুষ্ঠানে সকল নির্বাচিত সদস্য ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির দপ্তর সম্পাদক মো. ফজলুর রহমান সঞ্চালনা করেন।
Translate »