সাতক্ষীরায় ২ স্বাস্থ্যকর্মীসহ আরও ৯ জনের করোনা আক্রান্ত, মোট জেলায় আক্রান্ত ৬৮২
জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় নতুন করে দুই স্বাস্থ্য কর্মীসহ ৯ জনের করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৬৮২ জন করোনা পজিটিভ হয়েছেন।
বুধবার (২৯ জুলাই) দুপুরের দিকে পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে উক্ত ৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগ।