সাতক্ষীরায় কোভিড-১৯ ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরায় বেড়েই চলেছে কোভিড-১৯ উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ শনাক্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।
এনিয়ে জেলায় রবিবার (১১ জুলাই) পর্যন্ত ভাইরাসটিতে পজিটিভ শনাক্ত হয়ে মারা গেছেন মোট ৭৭ জন। আর করোনায় উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত ৪২৪ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, কাশি, সর্দি ও শ্বাসকষ্টসহ কোভিড-১৯ নানা উপসর্গ নিয়ে উল্লেখিতরা গত ২৮ জুন থেকে ১১ জুলাইয়ের মধ্যে বিভিন্ন সময়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১১ জুলাই) ভোর রাত পৌনে ১টা থেকে সাড়ে ৮টার মধ্যে বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।
এদিকে সাতক্ষীরায় ফের কমেছে কোভিড-১৯ সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। সামেক হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ১৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ১৬ দশমিক ৮ শতাংশ। সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ও জেলা কোভিড-১৯ বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।