Type to search

সারাদেশ

সাতক্ষীরায় করোনায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপসর্গ নিয়ে ২জনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ করোনা ভাইরাস (কোভিড-১৯)  শনাক্ত হয়ে এক মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপসর্গ নিয়ে ২ নারীর মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে করোনা পজিটিভ হয়ে মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দীন শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে মৃত্যুবরণ করেন। আর করোনার উপসর্গ নিয়ে মরিয়ম খাতুন নামের ১ নারী গত বৃহস্পতিবার রাতে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে এবং লায়লা বেগম (৬৫) নামের অপর এক বৃদ্ধা নারী রাতে তার নিজ বাড়ি কালিগঞ্জ উপজেলার নলতায় মারা গেছেন।

মৃত ব্যক্তিরা হলেন, সদর উপজেলা নেবাখালী জগন্নাথপুর গ্রামের মৃত অজিহার রহমানের ছেলে মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দীন (৭০), কালিগঞ্জ উপজেলার নলতায় গ্রামের নুরুল হকের স্ত্রী লায়লা বেগম (৬৫) ও দেবহাটা উপজেলার শিমুলিয়া এলাকার আব্দুল গফফারের স্ত্রী মরিয়ম খাতুন (৫৫)।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, গত ১৫ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন করোনা পজিটিভ আলফাজ উদ্দীন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে, করোনা ভাইরাসেের উপসর্গ নিয়ে গত বৃহস্পতিবার রাতে ভর্তির পরপরই মরিয়ম খাতুন মারা যান। তার করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে। ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করা হয়েছে তাদের বাড়ি।
এনিয়ে, সাতক্ষীরায় করেনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত ৪৩ জন। আর করোনা আক্রান্ত হয়ে আরো ১৯ জন মারা গেছেন।
Translate »