Type to search

সারাদেশ

সাতক্ষীরার শ্যামনগরে গ্রামবাসীর সংঘর্ষে ২ জনের মৃত্যু, আহত ২০

জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ২জনের মৃত্যু ও ২০ জন আহত হয়েছেন। শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টেংরাখালী এলাকার আবুল গাজীর ছেলে আমির হোসেন (৩০) এবং একই গ্রামের ছাকাত শেখের ছেলে কাদের শেখ (৪৪)। আহতদের সাতক্ষীরা সদরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাস্তা দিয়ে যাওয়ার সময় তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে গ্রামবাসীরা। সংঘর্ষে আহতদের মধ্যে আমির হোসেনকে শ্যামনগর হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা মৃত ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৯ জুলাই) সকালে মারা যান কাদের শেখ।

এবিসিবি/এমআই

Translate »